হাইকোর্টে নিম্ন আদালতের সাজা বহাল রাখা ফাঁসির দুই আসামিকে খালাস দিয়েছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। রায় ঘোষণার পর ১৫ বছর ধরে তারা কারাগারের কনডম সেলে রয়েছে। আপিল বিভাগ তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এ মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আরেক আসামির সাজা কমিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।
খালাস পাওয়া দুইজন হলেন- ইসমাঈল হোসেন বাবু ও সোনাদি। আর যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামির নাম তরিকুল ইসলাম। ২০০৬ সালে রাজশাহীর একটি হত্যা মামলায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় ২০০৮ সালে।
জানা গেছে, ২০০৮ সালের ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীনকে হত্যা করা হয়। এ ঘটনায় তাদের আসামি করে একটি মামলা হয়।
এমকে