দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই। বরং চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত আছে। এবার কোরবানিযোগ্য পশু আছে মোট ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি। তাই কোরবানি নিয়ে কোনোরকম সংশয় বা আশঙ্কার কারণ নেই। ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুন) কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও অবাধ পরিবহন নিশ্চিতকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। রাজধানী ঢাকার ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলন কক্ষে এ সভা হয়।
কোরবানি উপলক্ষ্যে পশুর হাটের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী জানান, হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। রোগগ্রস্ত পশু বিক্রি করতে দেওয়া হবে না। ক্রেতা-বিক্রেতা কেউ হয়রানির শিকার বা ক্ষতিগ্রস্ত হবেন না। আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সদস্য নিযুক্ত থাকবে। তিনি জানান, খামারিরা পশু দূরবর্তী হাটে নিতে চাইলে রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, স্থানীয় সরকারের ইউনিট তথা পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন নিশ্চিত করবে। হাটে আনার পথে কেউ প্রাণী বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল গ্রহণ করতে পারবে না। হাটে ভেটেরিনারি সার্জন থাকবে। গবাদিপশু কোরবানির উপযোগী কি-না বা তাদের শরীরে দূষিত পদার্থ প্রবেশ করানো হয়েছে কি-না, তারা সেটা পরীক্ষা-নিরীক্ষা করবেন- যোগ করেন মন্ত্রী।
এমকে