সুনামগঞ্জ প্রতিনিধি:
বন্যা কবলিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ সময় বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চিড়া, চিনি, গুড়, বিস্কুট, গুড়ো দুধ, লবণ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ, মোমবাতি, দিয়াশলাই, খাবার প্লেট ও গ্লাস। তার আগে র্যাবের একটি হেলিকপ্টারে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান ড. বেনজীর আহমেদ।
আইজিপি ওই স্কুল মাঠে উপস্থিত দুই অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বানভাসি মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার কথা শোনেন। সেখানে শতাধিক বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। অস্থায়ী আশ্রয় কেন্দ্র দুটি হচ্ছে- বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়।
মানবিক আইজিপি সেখান থেকে স্পিড বোটে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ওই ইউনিয়নের আমবাড়ি গ্রামে বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। সেখান থেকে আবারো স্পিড বোটে বিশ্বম্ভরপুর উপজেলার হাওরপাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিশ্বম্ভরপুর থানা কমপ্লেক্সে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন। সেখানে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।
এদিকে পরিদর্শনকালে আইজিপি সাংবাদিকদের বলেন, পুলিশের পক্ষ থেকে বন্যা কবলিত দূর্গম এলাকাগুলোতে এ রকম সহযোগিতা অব্যাহত থাকবে। পরিদর্শনকালে আইজিপির সঙ্গে ছিলেন- পুলিশের সিলেট রেঞ্জের (ডিআইজি) সিলেট মফিজ উদ্দিন আহমদ, অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার , সুনামগঞ্জ পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ) মিজানুর রহমান, সুনামগঞ্জ পুলিশ লাইনের স্তবক ইনচার্বিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, নৌপুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইসলাম, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার, বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া, বালিজুরী ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসাইন প্রমুখ।
সাইফ উল্লাহ/মহিদুল খান