দ্রুত সব জায়গায় পৌছানোর চেষ্টা করছি: সেনা প্রধান

২৩ জুন ২০২২

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বানভাসিদের প্রসঙ্গে সেনাবাহিনী প্রধানসফি উদ্দিন আহমদ বলেছেন, আমরা এখনও সব জায়গায় পৌছাতে পারিনি। যত দ্রুত সম্ভব সব জায়গাতে পৌছানোর চেষ্টা করছি।  বন্যার্তদের কল্যাণে যা যা করণীয়, তাই আমরা করবো। বৃহস্পতিবার (২৩জুন) দুপুরে সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

সেনা প্রধান জানান, প্রধানমন্ত্রী সব সময় সুনামগঞ্জের বন্যার্ত মানুষের কল্যাণে কাজ করতে সেনা বাহিনীকে দিক নির্দেশনা দিচ্ছেন। সে অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মরত সেনা সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করছেন।  আমি হেলিকপ্টার থেকে দেখেছি- সুনামগঞ্জের অনেক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় আছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনসহ সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ দিকে একই দিনে বাংলাদেশ পুলিশের প্রধান বেনজীর আহমদ তাহিরপুরে, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিশ্বম্ভরপুরের ভাদেরকেট গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর