২৮ জুনের আগে ভারী বৃষ্টির শঙ্কা নেই

২৩ জুন ২০২২

আগামী ২৮ জুন পর্যন্ত দেশের  কোথাও কোথাও থেমে থেমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও কোথাও ভারী বৃষ্টির শঙ্কা নেই, বিশেষ করে রোববার পর্যন্ত একদমই নেই। এরপর আবার বৃষ্টি বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে-  খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানো বজ্রবৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর