আর কখনো পরমুখাপেক্ষী হবে না বাংলাদেশ

২৪ জুন ২০২২

বাংলাদেশে আর কখনো পরমুখাপেক্ষী হবে না, কারো কাছে হাত পেতেও চলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দেশের উন্নতি হচ্ছে।  বাংলাদেশ চলবে আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা উচুঁ করে। আর সৃষ্টিলগ্ন থেকেই আওয়ামী লীগ এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে।

একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে বৃহস্পতিবার (২৩ জুন) অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। ক্ষমতসীন দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

দেশ নিয়ে তার সরকারের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২১০০ সালের ডেল্টাপ্লান করে দেওয়া হয়েছে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের পরিকল্পনাও করা হয়েছে। এ ধারাবাহিকতা নিয়ে দেশ চলতে থাকলে এ দেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না, রুখতে পারবে না।

আলোচনাকালে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের প্রতিষ্ঠার ইতিহাস, প্রেক্ষাপট ও পরবর্তী দলের কর্মকাণ্ড তুলে ধরেন। বলেন, জনগণের দল আওয়ামী লীগ সব সময়ই এ দেশের শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে। এ জন্য আওয়ামী লীগের বহু নেতা-কর্মীকে জীবন দিতে হয়েছে। ২৩ বছরের সংগ্রাম ও জাতির পিতার নেতৃত্বে পাকিস্তানের শোষণ থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আওয়ামী লীগ নামের সঙ্গে স্বাধীনতা ও অধিকার জড়িত।

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, আওয়ামী সরকারে আসার পর আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদা পেয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা। জনগণের সেবা করার সুযোগ পেলে বাংলাদেশকে  আগামীতে অবশ্যই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন টানা তিনবারের প্রধানমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর