এক সময় জিন্স কেনারও টাকা ছিল না বলিউড বাদশাহ সালমান খানের। সম্প্রতি আবুধাবিতে আইফা অ্যাওয়ার্ড-২০২২-এ স্মৃতি চারণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এ মাসের শুরুতে আবুধাবি শহরে আয়োজন করা হয়েছিল আইফা অ্যাওয়ার্ড-২০২২। আগামী ২৫ জুন রাত ৮টায় কালার্স টিভিতে সম্প্রচার হবে সেই শো।
সালমান জানান, ওই সময় আর্থিক সঙ্কট ছিল। সুনীল শেঠি তা বুঝতে পেরে জামাকাপড় কিনে দিয়েছিলেন।
সালমানের ভাষ্য, ‘একটা সময় যখন আমার কাছে কোনো টাকা ছিল না, তখন একবার সুনীল শেঠির কাপড়ের দোকানে গিয়েছিলাম। খুব দামি দোকান, একটা টি-শার্ট বা জিন্স কেনার থেকে বেশি টাকা সে সময় আমার কাছে ছিল না। সুনীল বুঝেছিল আমার কাছে কোনো টাকা নেই। তাই ও আমাকে তখন একটা বেশ দামি স্টোন ওয়াশড টি-শার্ট উপহার দিয়েছিল। লক্ষ করেছিল, একটা ওয়ালেটের দিকেও আমার চোখ গেছে।’