লেবাননে সামরিক হামলার হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ। তিনি বলেছেন, লেবাননে হামলার নির্দেশ পেলে আমরা সেখানে তা করতে প্রস্তুত আছি। আমরা দৃঢ়তার সঙ্গে যথোপযুক্ত অভিযান পরিচালনা করব।
ইসরাইলের এ দখলদার মন্ত্রী আরও বলেন, আমরা সামরিক অভিযান চালালে হিজবুল্লাহ ও লেবাননের সরকারকে কঠিন মূল্য দিতে হবে। প্রয়োজনে ইসরাইলি বাহিনী লেবাননের বৈরুত ও সাইদার দিকে যাত্রা করবে বলেও তিনি হুমকি দেন।
ইসরাইলে সরকার পতনের কারণে ইহুদিবাদী নেতারা যখন নানা সমস্যার সম্মুখীন তখনি এমন হুমকি দিলেন যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ।
গত ২২ বছরে লেবাননের হিজবুল্লাহর কাছে নানাভাবে মার খেয়েছে ইহুদিবাদী ইসরাইল। ২০০০ ও ২০০৬ সালের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর কাছে নাস্তানাবুদ হয় ইসরাইলি বাহিনী। এরপর থেকে হিজবুল্লাহর নাম শুনলেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে ইহুদিবাদীরা। এ অবস্থায় লেবাননের সরকার ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধমন্ত্রীর হুমকিকে হাস্যকর বলেই মনে করছেন বিশ্লেষকেরা।