আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে ১৮ সদস্যের একটি টিম পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বৃহস্পতিবার সকালে বিমানযোগে তারা আফগানিস্তানে পৌঁছেছেন। ইরানি টিমের সদস্যরা ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক ইয়াকুব সোলাইমানি এসব তথ্য জানিয়েছেন।
সোলাইমানি বলেন, এ পর্যন্ত এক হাজার ৫০টি খাবার প্যাকেট, এক হাজার তাঁবু এবং দুই হাজার মাদুর পাঠানো হয়েছে।
তিনি বলেন, আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পরপরই সীমান্তবর্তী প্রদেশগুলো ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে প্রস্তুতির কথা ঘোষণা করে। গত রাতে ত্রাণের প্রথম চালান পাঠানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর বিমান এ ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে বলেও তিনি জানান।
আফগানিস্তানের খোস্ত প্রদেশে রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বুধবার সকালে। এ ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।