মন্তব্য
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মে মাসের মধ্যে শেষ হতে পারে বলে ধারণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারিস্টোভিচ। ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে অ্যারিস্টোভিচকে এমন কথা বলতে শোনা যায়।
তিনি বলেন, আমি মনে করি মে মাসের শেষ নয়, শুরুতে আমাদের একটি শান্তিচুক্তিতে পৌঁছানো উচিত। মে’র আগেই চুক্তি হবে প্রত্যাশা করে তিনি বলেন, এক দুই সপ্তাহের মধ্যে সৈনা প্রত্যাহারসহ একটি শান্তিচুক্তি হবে।
তবে রাশিয়া তাদের বহরে নতুন সেনা যুক্ত করলে ভয়াবহ অবস্থা বলেও মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।