বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৩

২৪ জুন ২০২২

দেশের বন্যা কবলিত জেলাগুলোতে বন্যার কারণে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৩। নতুন করে যে ৫জন মারা গেছেন, তার মধ্যে  সিলেটে একজন এবং ময়মনসিংহ চার জন আছে। শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক বিবৃতিতে এ তথ্য জানায়। ১৭ মে থেকে ২৪ জুন পর্যন্ত এ হিসাব দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বন্যার কারণে নানা রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬১৪ জন। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা ৩ হাজার ২৭৬ জন। বিভাগ অনুযায়ী, ময়মনসিংহে ২২, রংপুরে ৪ এবং সিলেটে ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভাগ অনুযায়ী সিলেটে ১৬, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে দুই, মৌলভীবাজারে তিন, ময়মনসিংহে পাঁচ, নেত্রকোনায় আট, জামালপুরে ছয়, শেরপুরে তিন, কুড়িগ্রামে তিন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর