পুরোপুরি সুস্থ না হলেও বাসায় ফিরলেন খালেদা

২৪ জুন ২০২২

পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতাল থেকে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’-তে ফিরেছেন  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতেই তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১০ জুন মধ্যরাতে হৃদরোগ সমস্যা নিয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম জিয়া। বাসায় ফেরার আগে একটানা ১৪ দিন সেখানই তার চিকিৎসা চলছিল। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, খালেদা জিয়া পুরোপুরি সুস্থ না। তিনি অসুস্থ, হার্টে দুইটা ব্লক এখনও রয়ে গেছে। প্রয়োজন হলে তাকে আবারো হাসপাতালে নিয়ে আসা হবে। খালেদা জিয়ার বাসায় ফেরার আগে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডা.শাহাবুদ্দিন।

এমকে


মন্তব্য
জেলার খবর