ভোলায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন প্রেমিকা

২৪ জুন ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন তারই প্রেমিকা। শুক্রবার (২৪ জুন) শশীভূষণ থানায় এ মামলা হয়। প্রেমিক ও প্রেমিকা দুজনেই বিবাহিত, তাদের মধ্যে দীর্ঘদিন পরকীয়া প্রেম চলছিল বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত প্রেমিকের নাম রুবেল (৩২), সে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলাগাছিয়া গ্রামের মফিজ পাটওয়ারীর ছেলে ও মুদি দোকানি। গত ১৮ জুন তুলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী প্রায় সময় কেনাকাটা করতে রুবেলের দোকানে আসতেন। আসা যাওয়ার মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর যাবৎ চলছিল এ সম্পর্ক। এরই মাঝে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর স্বামীকে তালাক দেওয়ায় রুবেল। ঘটনার দিন তুলাগাছিয়া গ্রামে ভুক্তভোগীর বোনের বাড়িতে যায় তারা- তাদের বিয়ে ঠিক করার কথা বলতে। সেখানে রাতে একাকি কথা বলার  অজুহাতে ভুক্তভোগীকে বাড়ির বাইরে একটি বাগানে নিয়ে যায় অভিযুক্ত, এরপর শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় ধর্ষণ করে রুবেল। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তার  বোন এবং প্রতিবেশিরা ছুটে আসলে রুবেল পালিয়ে যায়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর