বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি ওরহান আওয়াত্রামানির সাথে তার প্রেম নিয়ে গুঞ্জন চলছে। তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে। দুজন একসাথে বিভিন্ন পার্টিতেও গেছেন। মূলত এ কারণেই তাদের মধ্যে প্রেম চলছে বলে গুঞ্জন উঠেছে।
এরই মধ্যে জীবন সঙ্গী কেমন চান তা জানালেন তিনি। বিশ্ব বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর ভারতীয় সংস্করণে দেওয়া সাক্ষাতকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
জাহ্নবী বলেন, ‘যে মানুষের কাজ দেখে আমি মুগ্ধ হব, যে আমাকে জীবনে অনেক কিছু শেখাবে, চেনাবে, তাকেই আমি আমার জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারব।’
তিনি আরো বলেন, ‘তার ভালবাসার মানুষের মধ্যে অবশ্যই বুদ্ধিদীপ্ত রসিকতার ক্ষমতা থাকতে হবে এবং তিনি যেন জাহ্নবীতে মুগ্ধ হয়ে থাকেন, মজে থাকেন।’
২০১৮ সালে ‘ধড়ক’ ছবিতে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। তার বিপরীতে ছিলেন আর এক নবাগত ঈশান খট্টর। এরপর আর থেমে থাকতে হয়নি জাহ্নবীকে। ‘আংরেজি মিডিয়াম’, ‘গুঞ্জন সাক্সেনা’সহ একের পর এক ছবিতে বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন।