সেতুর মাওয়া প্রান্তে আনুষ্ঠানিকভাবে সেতুর ফলক উন্মোচনর মধ্যে দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫৯ মিনিটে সেতুর ফলক উন্মোচন করেন তিনি। এর মধ্যে দিয়ে নতুন ভোর শুরু হলো দক্ষিণের ২১ জেলার মানুষের। আগামীকাল রোববার (২৬ জুন) ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এ সেতু।
সেতু উদ্বোধনের জন্য সকাল ১০ টার দিকে পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার সেতুর মাওয়া প্রান্তে রওনা দেন প্রধানমন্ত্রী। ১০টা ৫০ মিনিটে সেতুর উদ্বোধনী ভাষণ দিতে মঞ্চে আসেন তিনি। ভাষণ শেষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন খাম, সিলমোহর ও ১০০ টাকার স্মারক নোট উদ্বোধন করেন। এরপর গাড়িবহর নিয়ে ১১টা ৫৫ মিনিটে টোল প্লাজায় পৌঁছান, সেখানে সেতু পার হওয়ার জন্য নিজের হাতে টোল প্রদান করেন। ১১টা ৫০ মিনিটের কিছু আগে ফলক উন্মোচন স্থানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বিশেষ মোনাজাত হয়। এরপর ১১টা ৫৯ মিনিটে সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমকে