খালেদা জিয়ার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে: মির্জা ফখরুল

২৫ জুন ২০২২

ভীষণ অসুস্থ হওয়া সত্ত্বেও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য সরকার বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সম্পূর্ণ অসত্য ও বানোয়াট মামলায় প্রতিহিংসামূলক সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। সুচিকিৎসার অভাবে তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে।

জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে শনিবার (২৫ জুন) দেওয়া এক বাণীতে বিষয়টি জানান। বাণীতে দেশের গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরণের নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান মির্জা ফখরুল।

এমকে


মন্তব্য
জেলার খবর