হত্যা মামলার তদন্ত পিবিআইকে দেওয়ার দাবি

২৫ জুন ২০২২

পঞ্চগড় প্রতিনিধি

আসামি গ্রেফতারে গড়িমসি করায় বাবলু হত্যা মামলার তদন্তভার থানা পুলিশের পরিবর্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়ার দাবি জানিয়েছেন মামলাটির বাদি হাসিনা বেগম। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য গত ৬ জুন আইজিপি বরাবরে আবেদনও করেছেন তিনি। তবে পুলিশ সদর দফতর থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না তা এখনো জানতে পারেননি বাদি। তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ২৬ মে ভোর রাতে ডেকে নিয়ে বাবলুকে হত্যা করা হয়। এ ঘটনায় ২৭ মে থানায় মামলাটি করেন তার স্ত্রী হাসিনা বেগম। হত্যাকাণ্ডের দিন তিনজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

বাদির অভিযোগ, মামলার অন্য আসামিরা মামলা তুলে না নিলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি স্বাক্ষীদেরও সত্য স্বাক্ষী দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার সময় এজাহারভুক্ত এক আসামিকে আটক করে পুলিশে খবর দিলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করেছেন তিনি।  বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় দিনানিপাত করছেন, সেই সঙ্গে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে তার।

তেঁতুলিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহেরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের কোন অনুমতি পাইনি।

 

মো.সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর