ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা পদ্মা, ধরলা, দুধকুমারসহ দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ২৮ জুনের আগে আপাতত ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও নেই। আগামী ৪৮ ঘণ্টায় নদ-নদীগুলোর পানি কমা অব্যাহত থাকতে পারে। তবে ভারতের জলপাইগুড়ি, সিকিম এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় এ সময় তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। পূর্বাভাসে এমন কথাই বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
প্রাপ্ত তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জসহ দেশের বন্যা কবলিত এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। যদিও এ সময়ে শরীয়তপুর ও মাদারীপুর জেলার কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। এদিকে শনিবারও (২৫ জুন) দেশের ৭ নদীর ১০ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হয়েছে। আছে। গত বৃহস্পতিবার বিপৎসীমার ওপরে ছিল ১০ নদীর ১৯ পয়েন্টের পানি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দুর্গাপুরে— ১০৫ মিলিমিটার।
এমকে