কমছে বানের পানি

২৫ জুন ২০২২

ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা পদ্মা, ধরলা, দুধকুমারসহ দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ২৮ জুনের আগে আপাতত ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও নেই। আগামী ৪৮ ঘণ্টায় নদ-নদীগুলোর পানি কমা অব্যাহত থাকতে পারে। তবে ভারতের জলপাইগুড়ি, সিকিম এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় এ সময় তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। পূর্বাভাসে এমন কথাই বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

প্রাপ্ত তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জসহ  দেশের বন্যা কবলিত এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। যদিও এ সময়ে শরীয়তপুর ও মাদারীপুর জেলার কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। এদিকে শনিবারও (২৫ জুন) দেশের ৭ নদীর ১০ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হয়েছে। আছে। গত বৃহস্পতিবার বিপৎসীমার ওপরে ছিল ১০ নদীর ১৯ পয়েন্টের পানি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দুর্গাপুরে— ১০৫ মিলিমিটার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর