মৃত্যু ২, শনাক্ত ১ হাজার ৬৮০

২৬ জুন ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে ২ জন করোনা রোগী মারা গেছেন, এ রোগ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮০ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৯ জন। রোববার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন শনিবার  ১ হাজার ২৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ১ জন। একজনের বয়স ৬১ থেকে ৭০-এর মধ্যে, অপরজনের ৯১ থেকে ১০০ এর মধ্যে।  দু’জনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬৬। নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৭৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৮টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত  ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪০ জনের। এক কোটি ৪২ লাখ ৯২ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫।

 

এমকে


মন্তব্য
জেলার খবর