ভোলা প্রতিনিধি:
ভোলার তেঁতুলিয়া নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুন) ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আলী সুজা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের মো. শাজাহানের ছেলে মো. পারভেজ (২২) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. সুমন (২০)।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার ও একটি বল্কহেডসহ ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়। বাকি ২ জনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে