মন্তব্য
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বানভাসি ২ হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে হেলিপেড মাঠে এ ত্রাণসামগ্রী বিতরণ করে উপজেলা কৃষক দল। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আনিসিল হক।
সভায় বক্তব্য দেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোতালেব খান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ও কামরুজ্জামান কামরুল প্রমখু। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।