দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে রাজধানীর বাসাতেই নেওয়া হয়েছে। অক্সিজেন সঞ্চালনের মাত্রা স্বাভাবিক থাকায় তাকে বাসাতেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এর আগে শনিবার (২৫ জুন) করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যান মির্জা ফখরুল। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফেরেন তিনি। বিষয়টি রোববার (২৬ জুন) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।
ইউনুস আলীর কথায়, মির্জা ফখরুলের শরীর একন বেশ দুর্বল, কাশিও আছে অনেক। চিকিৎসকদের পরামর্শে ওষুধ সেবন করছেন। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। মির্জা ফখরুল ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে । প্রসঙ্গত, গত ১১ জানুয়ারিতেও করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল। ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়া রয়েছে তার।
এমকে