আলিয়া ভাটের প্রথম সিনেমা ২০১২-য় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। কর্ণ জোহরের হাত ধরে বলিউডে যাত্রা শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ঝুলি ভরেছে একের পর এক হিট ছবিতে। আরব সাগর পেরিয়ে এখন হলিউডে পা রেখেছেন এ নায়িকা। আর এ দেশে তার নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায়। বিপরীতে স্বামী রণবীর কপূর। এর পরেও একগুচ্ছো ছবি রয়েছে আলিয়ার হাতে।
এ মুহূর্তে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের তালিকায় প্রথমের সারিতেই আসে আলিয়ার নাম। তবু প্রথম উপার্জনের যে স্বাদই আলাদা। সেই টাকাতেই নিজেকে দিয়েছিলেন উপহার। মুম্বইয়ের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “একটি দামি ব্যাগ নিজেকে উপহার দিই আমি। আসলে সুন্দর সুন্দর ব্যাগের উপর আমার বড্ড লোভ ছিল। আর ভালোবাসি জিমে যাওয়ার বাহারি প্যান্ট।”
শখ আছে আরও। ব্যক্তিগত বিমান আর পাহাড়ে কোলে একটা ছবির মতো বাড়ির। আশা রাখেন, কোনও না কোনও দিন নিশ্চয়ই এ দুটো জিনিসও তার হবে।