আগামী ১৮ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। তিন দিনের এ সম্মেলনে ২১টি কার্য অধিবেশনসহ মোট ২৫টি অধিবেশন থাকছে। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন হবে এবারের সম্মেলন। শুরুর দিন বেলা ১১টায় ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন রাষ্ট্রপতি। ইতোমধ্যেই এ সম্মেলনের কর্মসূচি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কর্মসূচি অনুযায়ী, অধিবেশনগুলোর মধ্যে সম্মেলনের প্রথম দিন ৭টি, দ্বিতীয় দিন ৮টি এবং বাকিগুলো তৃতীয় দিনে হবে। দ্বিতীয় দিন বিকেল সোয়া ৪টায় ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেবেন স্পিকার। সন্ধ্যা ৬টায় একইভাবে শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রধান বিচারপতি।
এ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকদের সঙ্গে সামনা-সামনি মতবিনিময়সহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন সরকারের নীতিনির্ধারকরা। প্রতিবছর এ সম্মেলন সাধারণত জুলাই মাসে হয়, উদ্বোধন হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কিন্তু করোনার কারণে এবার সেই রেওয়াজের ব্যত্যয় হয়েছে।
এমকে