৫০তম ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন উত্তরবঙ্গের চাঁপা

১৬ মার্চ ২০২২

এম. এ জিন্নাহ, চাটমোহর (পাবনা):

জাতীয় পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ৫০তম ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন (বালক) দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগের দল চাঁপা। পাবনার চাটমোহরের ক্ষুদে ব্যাডমিন্টন খেলোয়াড় সৈয়দ নিশাত ফারহাদ ও ধ্রুব সরকার ক্রীড়া নৈপূণ্যতায় ২/১ সেটে ঢাকা বিভাগের দল পদ্মকে পরাজিত করে শিরোপা জেতার গৌরব অর্জন করে চাঁপা। বুধবার (১৬ মার্চ) দিনাজপুর জিমনেশিয়াম মাঠে এ ইভেন্টের প্রতিযোগিতা হয়।

এ ইভেন্টে আঞ্চলিক ভিত্তিক মোট চারটি দল অংশ নেওয়ার কথা থাকলেও বয়সসহ প্রয়োজনীয় কাগজাদি না থাকায় সিলেট-চট্রগামের দল গোলাপ আর খুলনা-বরিশাল অঞ্চলের দল বকুল অংশ নিতে পারেনি। জাতীয় পর্যায়ে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল ও অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতার ফাইনাল রাউণ্ড শুরু হয় ১৪ মার্চ, উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এ সময় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন ফারহাদের বাবা সৈয়দ নাইমুল ইসলাম। এর আগে উপজেলা, জেলা, উপ-অঞ্চল ও অঞ্চল পর্যায়ে এ প্রতিযোগিতা হয়। গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়।

শিরোপা জয়ী সৈয়দ নিশাত ফারহাদের বাড়ি চাটমোহর পৌরসভার কাজী পাড়া মহল্লায়। দশম শ্রেণীর ছাত্র ফারহাদ পড়ে হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজে, তার সতীর্থ খেলোয়াড় ধ্রুব সরকারও একই বিদ্যালয়ের একই শ্রেণীর ছাত্র। তার বাড়ি মাস্টারপাড়ায়, গীরেন্দ্র নাথ সরকার তার বাবা। প্রসঙ্গত, এর আগে ক্ষুদে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চাটমোরের আরেক ক্ষুদে খেলোয়াড় সোয়াদ।

 

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর