গত ২৪ ঘণ্টায় দেশে ২ জন করোনা রোগী মারা গেছেন, এ রোগ শনাক্ত হয়েছে ২ হাজার ১০১ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৯ জন। সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন রোববার ১ হাজার ৬৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এর আগে একদিনে ২ হাজার ১৫০ রোগী শনাক্ত হয় গত ১৯ ফেব্রুয়ারি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ১ জন। তাদের একজনের বয়স ৬১ থেকে ৭০ এবং অপরজনের বসয় ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। দু’জনই ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২০। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯২০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮২০টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪২ জনের। ১ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫।
এমকে