মন্তব্য
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার দুই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শুকনা, শিশু খাদ্য ও অন্যান্য খাবার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে এসব খাদ্য সোমবার বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে এ খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান পলাশ, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্যদিকে জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে এসব খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেবসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়া জেলার মধ্যনগরেও এ মানবিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সাইফ উল্লাহ/এমকে