ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও পশু জবাইয়ের স্থান পরিষ্কার করতে বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়- ২৪ ঘণ্টা। রোববার (২৬ জুন) আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল এক সভায় সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের এ সময় বেঁধে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ঈদুল আজহা উপলক্ষে অনলাইন পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি বাস্তবায়ন ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে এ সভা হয়।
এবার যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে সারা দেশে কোরবানির পশুর হাট বসবে বলেও সভায় জানান মন্ত্রী তাজুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোরবানির পশুর হাট বসানো প্রসঙ্গে সভায় মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কের পাশে যান চলাচল বিঘ্ন হতে পারে- এমন জায়গায় কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। এমন জায়গায় হাট বসালে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। গত বেশ কয়েকদিন ধরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পশুর হাট বসাতে হবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় সব সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব এবং সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালক অংশ নেন।
এমকে