দেশে সরিষার উচ্চ ফলনশীল পাঁচটি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক দল গবেষক। ছত্রাকজনিত অলটারনারিয়া ব্লাইট রোগ প্রতিরোধী এসব জাত উদ্ভাবনে তাদের সময় লেগেছে ৫ বছর। গবেষক দলে নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আরিফ হাসান খান রবিন। সোমবার বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ভাবিত জাতগুলো হচ্ছে- বাউ সরিষা-৪, বাউ সরিষা-৫, বাউ সরিষা-৬, বাউ সরিষা-৭ এবং বাউ সরিষা-৮। সারাদেশে চাষের উপযোগী এসব জাতের হেক্টরপ্রতি গড় ফলন ২ দশমিক ৫ টন। ফলনের এ হার প্রচলিত অন্যান্য জাতের তুলনায় ৫০ থেকে ৮০ শতাংশ বেশি। ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে ফলস ঘরে তোলো সম্ভব। আগাম ও স্বল্প জীবনকালের আমন ধান চাষের পর একই জমিতে এ জাতগুলো চাষ করা যায়। এ জাতগুলো আবাদ করে প্রচলিত জাতের তুলনায় প্রায় দেড় থেকে দুইগুণ বেশি আয় করতে পারবেন চাষীরা।
গবেষক ড. রবিন জানান, সরিষার নানান রোগ ও পোকার আক্রমণের মধ্যে অন্যতম একটি হলো অলটারনারিয়া ব্লাইট রোগ। ছত্রাকজনিত এ রোগ এককভাবে তেলবীজের ফলন ৩০-৫০ শতাংশ কমিয়ে দেয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে জমির শতভাগ ফসল নষ্ট করে দেয়। নতুন উদ্ভবিত জাতগুলো অলটারনারিয়া ব্লাইট রোগের প্রতি উচ্চমাত্রায় সহনশীল এবং প্রায় ৯৯ শতাংশ প্রতিরোধী বলেও জানান এ গবেষক।
এমকে