সরিষার উচ্চ ফলনশীল ৫ জাত উদ্ভাবন

২৭ জুন ২০২২

দেশে সরিষার উচ্চ ফলনশীল পাঁচটি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক দল গবেষক। ছত্রাকজনিত অলটারনারিয়া ব্লাইট রোগ প্রতিরোধী এসব জাত উদ্ভাবনে তাদের সময় লেগেছে ৫ বছর। গবেষক দলে নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আরিফ হাসান খান রবিন। সোমবার বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ভাবিত জাতগুলো হচ্ছে- বাউ সরিষা-৪, বাউ সরিষা-৫, বাউ সরিষা-৬, বাউ সরিষা-৭ এবং বাউ সরিষা-৮। সারাদেশে চাষের উপযোগী  এসব জাতের হেক্টরপ্রতি গড় ফলন ২ দশমিক ৫ টন।  ফলনের এ হার প্রচলিত অন্যান্য জাতের তুলনায় ৫০ থেকে ৮০ শতাংশ বেশি। ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে ফলস ঘরে তোলো সম্ভব। আগাম ও স্বল্প জীবনকালের আমন ধান চাষের পর একই জমিতে এ জাতগুলো চাষ করা যায়। এ জাতগুলো আবাদ করে প্রচলিত জাতের তুলনায় প্রায় দেড় থেকে দুইগুণ বেশি আয় করতে পারবেন চাষীরা।  

গবেষক ড. রবিন জানান, সরিষার নানান রোগ ও পোকার আক্রমণের মধ্যে অন্যতম একটি হলো অলটারনারিয়া ব্লাইট রোগ। ছত্রাকজনিত এ রোগ এককভাবে তেলবীজের ফলন ৩০-৫০ শতাংশ কমিয়ে দেয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে জমির শতভাগ ফসল নষ্ট করে দেয়। নতুন উদ্ভবিত জাতগুলো অলটারনারিয়া ব্লাইট রোগের প্রতি উচ্চমাত্রায় সহনশীল এবং প্রায় ৯৯ শতাংশ প্রতিরোধী বলেও জানান এ গবেষক।

এমকে

 


মন্তব্য
জেলার খবর