মন্তব্য
পদ্মা সেতুর ওপরে লাইভে কেবল মাত্র হাত দিয়ে সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলা বায়েজিদ তালহাকে ৭ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। সোমবার (২৭ জুন) শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামানের আদালত পুলিশের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে রোববার নাট-বল্টু খোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে রাজধানী থেকে গ্রেফতার করে সিআইডি। বিশেষ ক্ষমতা আইনে তার নামে মামলা হয়েছে।
বায়েজিদ পটুয়াখালী জেলার বেলুখালী এলাকার মো. আলা উদ্দিনের ছেলে, একজন টিকটকার। ভিডিও ধারণের আগেই টুলবক্স ব্যবহার করে সে নাট-বল্টু হাতে খোলার উপযোগী করেছিল বলে জানা গেছে। নাট-বল্টু খোলার পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা- সেটা এখনো জানা যায়নি।
এমকে