স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে খরচের অর্থ ২০৫৭ সাল নাগাদ উঠে আসবে। সেতু দিয়ে চলাচলকারী গাড়ি থেকে টোল আদায়ের মাধ্যমে এ টাকা তোলা হবে। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে সোমবারের (২৭ জুন) প্রশ্নোত্তরে এমনটাই জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এ সংক্রান্ত প্রশ্নটি করেন সংরক্ষিত আসনের মমতা হেনা লাভলী।
সেতুমন্ত্রী বলেন, এ ৩৫ বছরে টোল থেকে আদায়কৃত অর্থ দিয়ে ত্রৈমাসিক ১৪০টি কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন (২৬ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এ হিসাব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের।
এমকে