ভারী বৃষ্টি হলে পরিস্থিতি অবনতির আশঙ্কা

২৮ জুন ২০২২

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উজানে ভারী বৃষ্টি হতে পারে। এতে তিস্তা, আত্রাই, ধরলা, দুধকুমার, করতোয়া, পুনর্ভবাসহ বেশ কিছু নদীর পানি দ্রুত বাড়তে পারে। ফলে দেশের কিছু কিছু এলাকার বন্যা পরিস্থিতির আবার অবনতি ঘটতে পারে। সোমবার (২৭ জুন) এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে রোববারের মতো সোমবারও দেশের ৫ জেলায় ৬ নদীর ৭ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হয়েছে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, তিস্তা ছাড়া দেশের প্রধান সব  নদ-নদীর পানি কমছে। এ ধারা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

 


মন্তব্য
জেলার খবর