৪ ট্রলার আটক, ৭৯ জেলের জরিমানা

২৭ জুন ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলা ও নোয়াখালী শেষ সীমানার মেঘনা নদী থেকে আটক ৭৯ জেলের জরিমানা করা হয়েছে। তার আগে সোমবার (২৭ জুন) দুপুরের দিকে মাছ ধরার ৪ ট্রলারসহ তাদের আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। এ সময় ট্রলার থেকে ৭ শ’ ৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জল বলেন, এখন সমুদ্রের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। কিন্ত এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই ৭৯ জন সমুদ্রে মাছ ধরছিল। আটকের তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের জরিমানা করেন। জব্দকৃত মাছ নিলামে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর