মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে সুপারি গাছের পাতা বিদ্যুতের তার থেকে সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে মনোয়ার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) সন্ধার দিকে রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামের এ দুর্ঘটনা ঘটে। মনোয়ার ওই গ্রামের হাফেজ মৃত আ. আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের বাড়িতে বিদ্যুতের তারে আটকে যাওয়া সুপারি গাছের পাতা বাঁশ দিয়ে সরানোর চেষ্টা করছিলেন মনোয়ার। এ সময় অসাবধানতাবশত বাঁশের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্বজনেরা চরফ্যাশন হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে