এমনিতেই আফগানিস্তানরে অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। স্বাধীনতার স্বীকৃতি মেলেনি বিশ্ব থেকে। এরই মধ্যে একের পর এক দুর্যোগে নাজেহাল অবস্থা দেশটির। আর এ সময়ে তাদের পাশে দা৭ড়িয়েছে ভারত। মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটিতে আরও ৩ হাজার মেট্রিক টন গমের একটি চালান পাঠিয়েছে ভারত।
শনিবার (২৫ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ওইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অরিন্দম বাগচি বলেন, “আফগানিস্তানে ৩ হাজার মেট্রিক টন গমের পরবর্তী চালান পাঠিয়েছে ভারত। আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানে আমরা দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।”
আর এর মধ্যদিয়ে ভারত বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে অংশীদারিত্বে আফগানিস্তানে ৩৩ হাজার ৫০০ মেট্রিক টন গমের চালান সফলভাবে সম্পন্ন করেছে।
ভারত গত ২২ ফেব্রুয়ারি পাকিস্তান হয়ে আফগানিস্তানে ২৫শ’ মেট্রিক টন গমের প্রথম চালান পাঠায়, যা গত ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের জালালাবাদ শহরে পৌঁছায়।
এর আগে ভারত গত বছরের ৭ অক্টোবর আফগান জনগণের কাছে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর জন্য স্থল পরিবহন সুবিধা চেয়ে পাকিস্তানের কাছে একটি প্রস্তাব পাঠায় এবং ২৪ নভেম্বর ইসলামাবাদ সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়। আর পাকিস্তানের ইতিবাচক প্রতিক্রিয়ার পর উভয় পক্ষই চালান পরিবহনের জন্য রূপরেখা চূড়ান্ত করে।