খালেদার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মত আছে আইন মন্ত্রণালয়ের

১৬ মার্চ ২০২২

দণ্ড স্থগিত করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোতে আপত্তি নেই, বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে। বুধবার (১৬ মার্চ) সাংবাদিকদের এমন তথ্যই জানিয়ে দিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আইনমন্ত্রী বলছিলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আইনি মতামত চেয়েছে তার মন্ত্রণালয়ের। এর পরিপ্রেক্ষিতে আগের শর্ত বহাল রেখে দণ্ড ছয় মাস স্থগিতের পক্ষে মত দেওয়া হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার দণ্ড স্থগিতে মুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসের শেষ সপ্তাহে। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে সরকারের কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য দুই শর্তে মুক্তি পান খালেদা জিয়া। পরে কয়েক দফায় এ মেয়াদ বাড়ানো হয়। শর্ত দুটি হচ্ছে- মুক্তিতে থাকার সময় খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন, এ সময় দেশের বাইরে যেতে পারবেন না।

এমকে

 


মন্তব্য
জেলার খবর