গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জন করোনা রোগী মারা গেছেন, এ রোগ শনাক্ত হয়েছে ২ হাজার ৮৭ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২০০ জন। মঙ্গলবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন সোমবার ২ হাজার ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে পুরুষ একজন এবং নারী দুই জন। ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০ এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন করে ছিলেন। একজন ঢাকার, দুই জন চট্টগ্রামে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৭। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৮৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৮৯টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৫ জনের। ১ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫।
এমকে