শ্রীলঙ্কায় কর্মকর্তাদের ঘরে বসে কাজ করার নির্দেশ

২৮ জুন ২০২২

প্রবল সঙ্কট মোকাবেলা করছে শ্রীলঙ্কা। চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছে দেশটি। দেশটিতে জ্বালানি সঙ্কটও তীব্রতরও। জ্বালানি সংকট তীব্র হওয়ায় দেশটির রাজধানী কলম্বোতে স্কুল বন্ধ রয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের ঘরে বসে কাজ করার নির্দেশ।

 

রোববার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেন, আমাদের হাতে নয় হাজার টনের মতো ডিজেল ও ছয় হাজার টনের মতো পেট্রল রয়েছে। কিন্তু নতুন করে জ্বালানি আসার কোনো খবর নেই।

 

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল তিন বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনার জন্য শ্রীলঙ্কা সফর করছে। ভারত মহাসাগরীয় দেশটির আশা, বৃহস্পতিবারের আগে প্রতিনিধি দলের সঙ্গে স্টাফ-লেভেল চুক্তিতে পৌঁছানো যাবে। তবে তাৎক্ষণিক তহবিল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।


মন্তব্য
জেলার খবর