ভেজা দিনেও আগুন জ্বালাতে জানেন শ্রীলেখা মিত্র। চুলে লেয়ার্সের ঢেউ। বাহুতে ধরা দিয়েছেন সঙ্গী। দুজনেই রংমিলন্তি। দু’জনের পোশাকই সাদা। বহুদিন ধরেই ফিটনেস প্রশিক্ষক ত্র্যম্বককে নিয়ে ফিসফিস গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তাকে নিয়ে সরাসরি নেটমাধ্যমে অভিনেত্রী। বিশেষ ভঙ্গিতে কয়েকটি ছবি দিতেই ভাইরাল হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়।
এ বিষয়ে গণমাধ্যমে শ্রীলেখা বলেন, ‘‘নায়ক-নায়িকা, পরিচালক-নায়িকা, প্রযোজক-নায়িকার প্যাকেজ মেলে। আমার তো তেমন কিছুই কোনো দিন হলো না। তাই একটি প্যাকেজ বানানোর চেষ্টা। বাকিটা অনুরাগীরা কল্পনার রং মেশাবেন।’’
ত্রম্ব্যকের জিম রয়েছে। সেখানে মাঝেমধ্যেই শ্রীলেখা যান। প্রশিক্ষক তাকে সহযোগিতা করেন। আবার তার বাড়িতেও আসেন। শরীরচর্চার পাশাপাশি অভিনেত্রীকে নানাভাবে অনুপ্রাণিত করেন। প্রশিক্ষকের বিশেষ বান্ধবীও রয়েছেন। সুতরাং, প্রেমের কোনো উপায়ই নেই।
তারপরও নিজেকে নিয়ে রসিকতা করে বললেন, ‘‘আমার যত আগুন পুরুষ সঙ্গী আর বিতর্কিত মন্তব্যে। তার বাইরে আমার আগুন কই? নেই বলেই কেউ ডেকে কাজ দেয় না। বিরোধী দলের সমর্থক। তাই কোনো সংস্থার উদ্বোধনেও আমি নেই। আমার প্রশ্ন- কেবল পুরুষেই উত্তেজনা খুঁজতে হবে!’’