আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ইভিএম চায় আওয়ামী লীগ। ইভিএম ব্যবহারের পক্ষে নিজেদের দৃঢ় অবস্থানের কথা নির্বাচন কমিশন (ইসি) কে জানিয়েছে দিয়েছে তারা। মঙ্গলবার (২৮ জুন) এ বিষয়ে ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপে বিষয়টি জানানো হয়েছে। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘রাখঢাক করার কিছু নেই। দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। উল্লেখযোগ্য হারে দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়াতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বিতর্কিত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়া, প্রজাতন্ত্রের কর্মচারীদের রিটার্নিং অফিসার থেকে পোলিং অফিসার নিয়োগসহ একগুচ্ছ দাবির কথা জানানো হয়েছে। তাদের দল মনে করে সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য ইসির গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ। বৈঠকে আওয়ামী লীগের বাইরে আরও ৯টি দলের প্রতিনিধি, অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়।
এমকে