ভারী বৃষ্টি হতে পারে

২৮ জুন ২০২২

আগামী ২৪ ঘণ্টার দেশের সব বিভাগের অনেক স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। আর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (২৮ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ সময়ে দেশের পাশাপাশি উজানের ভারী বৃষ্টির কারণে দেশের বন্যা কবিলত অল্প কিছু এলাকার বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকলেও বেশিরভাগ অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায়  দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে  ছাতকে,  ১৭০ মিলিমিটার। আর ভারতে হয়েছে অরুণাচলের পাসিঘাটে, ২১১।

এমকে


মন্তব্য
জেলার খবর