ইবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

২৮ জুন ২০২২

ইবি প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাণ্ড এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু স্বপন কুমার বিশ্বাসের লাঞ্ছনার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শিক্ষকরা। মঙ্গলবার (২৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা দায়িত্ব পালনকালে অনুশাসন করার অধিকার রাখেন না- সেই শিক্ষা ব্যবস্থার প্রয়োজনটা কি? পুলিশের সামনে একজন শিক্ষককে জুতার মালা পরাতে হবে- এটা কোন ধরণের রীতি। এটা শিক্ষার অভাব নয়, সমাজ ব্যবস্থার সমস্যা। তারা বলেন, কর্পোরেট নির্ভর শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো জাতি কোনো দিনই উন্নতি করতে পারে না। নৈতিকতা এবং অনুশাসন অবশ্যই থাকতে হবে। একজন শিক্ষার্থী একজন শিক্ষককে আঘাত করতে পারে, এটা কখনোই কল্পনা করা যায় না। এগুলো শিক্ষার্থীরা করছে, না-কি শিক্ষার্থীদের দিয়ে করানো হচ্ছে- সেটা খুঁজে বের করতে হবে।

কর্মসূচিতে অংশ নেন- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ।

তাসনিমুল হাসান/এমকে


মন্তব্য
জেলার খবর