সংলাপ আগস্টে

২৯ জুন ২০২২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আগস্টে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সেই সংলাপে নির্বাচনের সব বিষয় নিয়ে আলোচনা হবে। ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ইস্যূতে এখন পর্যন্ত যে সংলাপ হয়েছে, তাতে ইভিএমের বিপক্ষেই বেশি কথা হয়েছে। তবে কোন পদ্ধতিতে ভোট হবে, সেটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় ইসি। মঙ্গলবার (২৮ জুন) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক ১০ দলের সঙ্গে ইভিএম নিয়ে মতবিনিময় সভায় বিষয়টি জানান প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইভিএম ও ইসির ওপর চাপ প্রসঙ্গে সিইসি বলেন,  ইভিএমে ইন্টারনেটের কোনো সম্পর্ক নেই। তাই হ্যাকিংয়ের কোনো সম্ভাবনা নেই। তবে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সেটা ইসিকেই সিদ্ধান্ত নিতে হবে। কোনও রাজনৈতিক চাপ ইসির ওপর নেই। নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার থাকবে, কিন্তু আওয়ামী লীগ সরকারে থাকবে না। সরকার আর আওয়ামী লীগ এক না। ইসি সরকারের কাছে হেল্প নেবে, আওয়ামী লীগের কাছ থেকে কোনো হেল্প নেবে না। প্রধানমন্ত্রী সেই সরকারের তরফ থেকে ইসিকে সহায়তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে। সেই সহায়তা পাওয়ার অধিকারী ইসি। ইসি সেই সহায়তা আদায় করে নেবে, প্রাপ্য সহায়তা দিতে হবে। সেই সহায়তা না দেওয়া হলে সুন্দর নির্বাচন হয়তো হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি নির্বাচনের মাঠে এক ধরনের ভারসাম্য সৃষ্টি করে বলেও মন্তব্য করেন সিইসি। জানান, নির্বাচন কমিশন একাকী সফলতা অর্জন করতে পারবে না, যদি অংশীজনরা তাদের দিক থেকে সহায়তার অস্ত্র সম্প্রসারণ না করেন।

প্রসঙ্গত, ভোটে ইভিএম ব্যবহার ইস্যূতে এর আগে দুই ধাপে ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় ইসি। গত ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত সংলাপে ১৮টি দল উপস্থিত থাকলেও সাড়া দেয়নি বিএনপিসহ ৮টি দল। সমমনা এ ৮ দলের দাবি নির্বাচনকালীন তত্বাবধায়ক বা দল নিরপেক্ষ সরকারের ছাড়া নির্বাচনে যাবে না তারা। বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের ক্ষমতা হস্তান্তর করতে হবে, আর সেই সরকার গঠিত ইসির অধীনে নির্বাচনে যাবে তারা।

এমকে


মন্তব্য
জেলার খবর