দেশের করোনার সংক্রমণ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতি এ সংক্রমণ প্রতিরোধে দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ কিছু নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এ নির্দেশন না মানলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমখি হতে হবে। মঙ্গলবার (২৮ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
বাকি নির্দেশনাগুলো হলো- ১. স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে। ২. সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে। ৩. উপাসনালয়- মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদিতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ৪. জ্বর, সর্দি, কাশি বা করোনার উপসর্গ দেখা দিলে টেস্ট করার বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। ৬. স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা সচেতন করবেন।
এমকে