মন্তব্য
ভোলা সংবাদদাতা:
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ভাসমান এক শিশুর লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিন বছর বয়সী এ শিশুর নাম সোহান (৩), সে ওই এলাকার ফেরদাউস মাতব্বরের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, সকালে উঠানে একা একা খেলা করছিল সোহান। তার মা রান্না করছিলেন রান্নাঘরে। পরে তার মা রান্না শেষে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সোহানের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখেন।
লালমোহন উপজেলার মঙ্গলসিদকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফারুখ হোসেন বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমকে