ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

২৮ জুন ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে  শাহজল মোল্লা (৫৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮জুন) সকাল ৭ টার দিকে বড় মানিকা ইউনিয়নে কোরালিয়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে। শাহজল মোল্লা ওই গ্রামের বাসিন্দা নুরুজ্জামান মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহজল মোল্লা নিজের মোটর পাম্পের সুইচ দেওয়ার সময় শর্টসার্কিটের মাধ্যমে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর