গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে দেশে আবারো বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। আগামী ২৪ ঘণ্টায় এ ধারা অব্যাহত থাকতে পারে। ৬ নদ-নদীর ৭ পয়েন্টে পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ কথা জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এতে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির ফের অবনতি হতে পারে।
প্রাপ্ত তথ্যমতে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৮৭ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ১১৪ এবং শ্যাওলা পয়েন্টে ৪২ সেন্টিমিটার, পুরানো সুরমার দিরাই পয়েন্টে ১২ সেন্টিমিটার, বাউলাই নদীর খালিয়াজুরী পয়েন্টে ১ সেন্টিমিটার, সোমেশ্বরী নদীর কমলাকান্দা পয়েন্টে ২২ সেন্টিমিটার এবং তিতাসের ব্রাক্ষ্মণবাড়িয়া পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচেছ পানি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে, ধরলার কুড়িগ্রাম পয়েন্টে, দুধকুমারের পাটেশ্বরী পয়েন্টে, করতোয়ার পঞ্চগড় পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে বা কাছাকাছি অবস্থান করতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এমকে