ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে। বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরসি’র সভাপতি আতিকুর রহমান। উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকীসহ সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, “ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)'তে থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” এ উপজীব্যকে সামনে রেখে সংগঠনটি ২০১৬ সালে যাত্রা শুরু করে। এরপর থেকে সংগঠনটি ক্যাম্পাস ও আশপাশের শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও বস্ত্র বিতরণ করে চলেছে।
তাসনিমুল হাসান/এমকে