নতুন নির্বাচন কমিশন (ইসি) কে সাহসিকতার সঙ্গে, আর নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ কমিশনের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্য সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার চারজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহবান জানানোসহ আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। এর আগে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার চারজন বঙ্গভবনে যান। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
নিয়োগ পাওয়ার দুই সপ্তাহ পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলো এ ইসি। এর আগে প্রথমবারের মতো দেশে আইন মোতাবেক ইসি নিয়োগ দেন রাষ্ট্রপতি। গত ২৭ ফেব্রুয়ারি হাবিবুল আউয়াল ও অন্যান্য নির্বাচন কমিশনার চারজন দায়িত্ব পালনের জন্য শপথ নেন।
মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেছেন- নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন। দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতার যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি আরও জানান, সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাহী বিভাগসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাক্ষাৎকালে নিজেদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার চারজন। অন্যান্য নির্বাচন কমিশনার হলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো.আনিসুর রহমান।
এমকে