উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

২৯ জুন ২০২২

নিজেদের নেতাকর্মীদের দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে দেশের উন্নয়নের বিরুদ্ধে বিএনপি হীন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশে আজ এক নবতর উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ গণজাগরণে হতাশ হয়ে দিশাহারা বিএনপি তাদের হতাশা-ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে কাল্পনিক নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলছে। বুধবার (২৯ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিকব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া ‘বিরোধী দল দমনে আরও হিংস্র রূপে সরকার’ এমন বিবৃতির ঘটনায় পাল্টা এ বিবৃতি দেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের তার ‍বিবৃতিতে মির্জা ফখরুলের বিবৃতিকে উদ্দেশ্যপ্রণোদিত ও দূরভিসন্ধিমূলক উল্লেখ করেন। বলেন, ওই বিবৃতি বিএনপির দৈনন্দিন মিথ্যাচারের অপরাজনীতির অংশ ছাড়া আর কিছু নয়। আওয়ামী লীগ সরকার দমন-নিপীড়ন নয়। বরং সব দল-মতের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর